৩ বিলিয়ন ডলারে টুইটারের শেয়ার কিনলেন ইলন মাস্ক

|

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ৩ বিলিয়ন ডলার সমমূল্যের নয় দশমিক দুই শতাংশের শেয়ার কিনেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তার কেনা শেয়ারের মূল্য ২৮৯ কোটি ডলার।। এরপরই টুইটারের শেয়ারের দর ২৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বিবিসি বিজনেস।

সোমবার (৪ এপ্রিল) বিবিসি বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় ইলন মাস্ক প্রায় তিনশ কোটি ডলার মূল্যে এ শেয়ার কেনেন। এরপর টুইটারের বর্তমান শেয়ারের মূল্য বেড়েছে ২৫ শতাংশ।

এদিকে, মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে, গত ১৪ মার্চ ইলন মাস্ক টুইটারের সাত কোটির বেশি শেয়ার কিনে নেন। যার মূল্য ছিল দুইশ ৮৯ কোটি ডলার। বিশাল অংকের শেয়ার কেনায় টুইটার কোম্পানিটির বড় শেয়ারহোল্ডারে পরিণত করেছে তাকে।

প্রসঙ্গত, টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির কাছে এখন টুইটারের শেয়ার রয়েছে মাত্র দুই দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ ডোরসির তুলনায় চারগুণ বেশি শেয়ারের মালিক এখন ইলন মাস্ক।

বিভিন্ন প্রয়োজনে বিশ্বের কোটি কোটি ব্যবহারকারীর মতো মাস্কও টুইটার ব্যবহার করেন। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে আট কোটির বেশি ফলোয়ার রয়েছে তার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply