বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ‘খুবই স্বচ্ছ’: যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ‘খুবই স্বচ্ছ’ বলে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশটির আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

সফরের তৃতীয় দিন ইনস্টিটিউট অব পিস আয়োজিত সংলাপে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ সময় তিনি বলেন, বৈশ্বিক কূটনীতিতেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বৈঠকের পর মন্ত্রী বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি এ দেশের অনেকেই জানেন না। বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ মোকাবেলায় রুপরেখা তৈরির কথাও বলেছেন এ কে আব্দুল মোমেন।

এদিন স্থানীয় সময় দুপুরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে বৈঠক করেন মন্ত্রী। সে সময় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন তিনি। বিনিয়োগ বাড়াতে সমন্বিতভাবে কাজ করার কথা বলেন মার্কিন ব্যবসায়ীরা।

এর আগে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রভাবশালী সদস্য, মার্কিন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর চাক শ্যুমারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আসে রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গ। র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রভাবশালী এই সিনেটরের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোমেন। এছাড়া কংগ্রেসম্যান স্টিভ চ্যাবেটের সঙ্গে বৈঠকেও আসে শ্রম অধিকার নিয়ে অসন্তোষের বিষয়টি।

আগামী সোমবার ক্যাপিটল হিলে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য সিনেটর ক্রিস ভ্যান হলেনের সাথে বৈঠকের মধ্য দিয়ে ওয়াশিংটন সফর শেষ করবেন পররাষ্ট্রমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply