জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যায় জিয়াউর রহমানের সম্পৃক্ততার প্রমাণ আছে। তবে মৃত ব্যক্তির নামে মামলা করার বিধান না থাকায় বঙ্গবন্ধু হত্যা মামলার তাকে আসামি করা হয়নি। বুধবার (৬ এপ্রিল) তিনি এসব কথা বলেন।
এদিন সংসদ অধিবেশন জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাব আনেন শাজাহান খান। কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারা অনুযায়ী উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।
প্রস্তাবটির আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জয় বাংলাকে যারা স্বীকার করেন না, তারা মুক্তিযুদ্ধকেও স্বীকার করেন না। পরে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়।
/এমএন
Leave a reply