চাটখিলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

|

চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলের রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বাহারের বিরুদ্ধে খাল কাটা জমিনের মাটি অন্যত্র বিক্রি ও লুটপাটের অভিযোগ করেছে স্থানীয় জমিনের মালিক কৃষকরা। এর প্রতিবাদে বুধবার (৬ এপ্রিল) দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন তারা।

জানা যায়, উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের নেচার মায়ের পুল এলাকা থেকে পুরো রামনারায়নপুরে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন করা হয়। সে খাল খননের মাটি কৃষকদের জমিনে স্তুপ করে রাখা হয়। পরে সেই মাটি ইউপি চেয়ারম্যানের লোকজন ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করে ফেলেন।

এ নিয়ে কৃষকরা বাধা দিলে তাদেরকে চেয়ারম্যানের লোকজন হুমকি ধমকি দেয়। বিষয়টি সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালেও কোনো প্রতিকার পায়নি কৃষকরা। মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা এই ঘটনায় চেয়ারম্যানের বিচার দাবি করেন।

এদিকে, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাহার মাটি বিক্রির কথা অস্বীকার করে বলেন, নির্বাচনে পরাজিতরা তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply