চ্যাম্পিয়ন্স লিগের দুই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ আজ। সেখানে হাই ভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি মুখোমুখি হবে রেকর্ড সংখ্যকবার ইউরোপ সেরার কৃতিত্ব অর্জন করা রিয়াল মাদ্রিদের। আর বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। দু’টি ম্যাচই শুরু হবে রাত ১টায়।
স্ট্যামফোর্ড ব্রিজে মাঠে নামার আগে স্বাগতিক চেলসি আছে দারুণ ফুরফুরে মেজাজে। শেষ ১৬’তে টমাস টুখেলের চেলসি ৪-১ গোলে হারিয়ে এসেছে ফরাসি প্রতিপক্ষ লিলকে। অন্যদিকে, র্কালো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ দেখিয়েছে ফিরে আসার দারুণ এক নজির। মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজিকে পেছনে ফেলে তারা উঠে এসেছে শেষ আটে। চেলসি শিবিরে বেন চিলওয়েল ও হাডসন ওডোয়ের ইনজুরি রয়েছে। তেমনি রিয়াল পাবে না এডার মিলিতাওয়ের সার্ভিস।
আরেক কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে চমক দেখাতে চায় ভিয়ারিয়াল। বায়ার্ন মিউনিখও সচেতন। কারণ, শেষ ১৬’তে য়্যুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে উনাই এমেরির ভিয়ারিয়াল। যদিও স্প্যানিশ লিগে মোটেও স্বস্তিতে নেই ক্লাবটি। অন্যদিকে, দারুণ ফর্মে আছে বায়ার্ন। ঘরোয়া লিগে সবশেষ ৪-১ গোলে তারা হারিয়েছে বরুশিয়াকে। গত মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল বায়ার্ন। এবার তারা সেমিফাইনাল নিশ্চিতের জন্য মরিয়া।
আরও পড়ুন: পোস্টে ১টিও শট না নেয়া অ্যাটলেটিকোকে ডি ব্রুইনার গোলে হারালো ম্যানসিটি
এম ই/
Leave a reply