নাটোরে শ্রমিক ইউনিয়ন অফিসে তালা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে ট্রাক-ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউয়িনের জেলা অফিসে তালা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১২টায় শহরের কান্দিভিটুয়া এলাকায় এই সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মোস্তারুল ইসলাম আলম বলেন, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে শ্রমিক ইউনিয়নটি পরিচালনা করা হচ্ছে। কিন্তু গত ৭ এপ্রিল হঠাৎ করেই আশা ও আলমগীরসহ বেশ কয়েকজন শ্রমিক নামধারী ব্যক্তি শহরের মাদরাসা মোড় এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। অবিলম্বে শ্রমিক অফিসের এই অচলাবস্থা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির নির্দেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে ট্রাক-ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউয়িনের নাটোর জেলা অফিসে তালা ঝুলিয়ে দেয় শ্রমিকদের একাংশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply