২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের

|

ছবি: সংগৃহীত

২০ রোজার মধ্যে পূর্ণাঙ্গ ঈদ বোনাস ও মে মাসের বেতনসহ সকল বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভে এই দাবি জানান বক্তারা। এ সময় জাতীয়ভাবে সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা করার দাবিও জানান তারা।

বক্তারা বলেন, দিনের পর দিন গার্মেন্টস শ্রমিকদের নিষ্পেষিত করে আসছে একটি সুবিধাভোগী মহল। তাদের কারণেই শ্রমিকরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি উৎসব পার্বণেও শ্রমিকের মজুরি ঠিকভাবে পরিশোধ করা হয় না। শ্রমিকের মজুরি ঠিকভাবে পরিশোধ না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply