ফের বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলি : ৩ ফিলিস্তিনি নিহত, আহত ৯৫০

|

আবারও ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। গাজা সীমান্তবর্তী এলাকায় এ হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাড়ে ৯শ’ জন ফিলিস্তিন।

আর এ ঘটনায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালিয়ে জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করছে ইসরায়েল। শুক্রবার এমন হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশন- OHCHR।

এদিকে, গতকাল জুমার নামাজের পর গাজা সীমান্তে জড়ো হন কয়েক হাজার ফিলিস্তিনি। এসময়, তাদের ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে ইসরায়েলি সেনারা। প্রাণ হারান অন্তত ৩ জন। বিস্ফোরকের প্রভাবে আহত হন সাড়ে ৯শ’ ফিলিস্তিনি।

এর মাধ্যমে পঞ্চম সপ্তাহে গড়ালো ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার কর্মসূচি ‘গ্রেট মার্চ ফর রির্টান মুভমেন্ট’।

গেল মাসের শেষ নাগাদ শুরু হওয়া বিক্ষোভে নিহত হয়েছে ৪৫ জন। আহতের সংখ্যা ছয় হাজারেরও বেশি। এ পরিস্থিতিতে, শুক্রবার ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের অভিযোগ, ফিলিস্তিনিদের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন।

এ বিষয়ে ওএইচসিএইচআর মুখপাত্র রুপার্ট কোলভিল্লে বলেন, গেলো চার সপ্তাহে, ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন নিরস্ত্র ৪৩ ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার। নিজেদের ভূমিতে ফেরার দাবি ছিলো এসব মানুষের মূল অপরাধ। আর, এখানেই ইসরায়েলি সেনাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। তারা জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে, যার জন্য জবাবদিহিতার মুখোমুখি করা উচিৎ।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply