রূপগঞ্জে ৩ বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১

|

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের এক উপ-সহকারী পরিদর্শকসহ ওই এলাকার তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে নগদ টাকাসহ অন্তত ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতির কাজে বাধা দেয়ার চেষ্টা করলে একজনকে গুলি করে তারা।

শনিবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো বাড়ৈই পাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতরা আলাদা তিনটি দলে ভাগ হয়ে হাটাবো দক্ষিন বাড়ৈই পাড়া এলাকার পুলিশের উপ-সহকারী পরিদর্শক সাইদুল, একই এলাকার মাসুম ও নাঈমের বাড়ির গেইট ভেঙে প্রবেশ করে। পরে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮ লাখ টাকা ও ১৯ ভরি স্বর্ণলংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতির সময় মাসুম মিয়া তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তাকে পিস্তল দিয়ে পায়ে গুলি করে আহত করে তারা। এছাড়া আরও ৪ জনকে ছুরি দিয়ে আঘাত করে জখম করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় চাঁদের টেক এলাকার সাকিব নামে এক ব্যক্তিকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

ভোলাবো পুলিশ ফাড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, ডাকাতির শিকার পরিবারের পক্ষ থেকে তিনজনের নাম বলা হয়। তাদের মধ্যে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply