সংসদ থেকে গণপদত্যাগের ঘোষণা ইমরান খানের দলের

|

পাকিস্তানের সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাংসদরা।

সোমবার (১১ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে দলীয় আইনপ্রণেতাদের নিয়ে সংসদে যান ইমরান খান। দেশটিতে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো পার্লামেন্টে উপস্থিত হন তিনি। এরপর দলীয় বৈঠক অনুষ্ঠিত হয় পিটিআই’র।

দেশটির সামুদ্রিক বিষয়ক সাবেক মন্ত্রী ও পিটিআই নেতা আলী হায়দার জাইদির টুইট বার্তা।

তারপরই জাতীয় পরিষদ থেকে আইনপ্রণেতাদের পদত্যাগের ঘোষণা আসে। ইমরান খান জানান, দুর্নীতিগ্রস্থ রাজনীতিকদের সঙ্গে পার্লামেন্টে অংশ নেবেন না তিনি। এর আগে, পার্লামেন্ট থেকে পিটিআই’র ১৪২ এমপির পদত্যাগ নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply