চলতি বছরেও জেএসসি-জেডিসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম

|

২০২২ সালেও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। করোনার কারণে গত দুই বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হয়নি।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা যেন ব্যাহত না হয়, সেজন্য জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেয়া হতে পারে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি উল্লেখ করেন, পরীক্ষা হবে কিনা এ ব্যাপারে অন্তত দেড় মাস পর জানা যাবে।

শিক্ষামন্ত্রী এ সময় বলেন, আমাদের অনেকগুলো লজিস্টিক বিষয় দেখতে হবে। এ বছরের জুনে এসএসসি এবং আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা। আমাদের কাছে এখনো যা মনে হচ্ছে, জেএসএসি-জেডিসি পরীক্ষা নেয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর হবে। কারণ, শিক্ষাবোর্ডগুলো এসএসসি-এইচএসসি পরীক্ষা ও ফলাফল নিয়ে ব্যস্ততায় থাকবে বেশ।

আরও পড়ুন: ২০২৩ সালে এসএসসি এপ্রিলে ও এইচএসসি জুনে, সংক্ষিপ্ত সিলেবাসে হবে পরীক্ষা

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply