দায়িত্ব নিয়েই সাপ্তাহিক ছুটি একদিন কমালেন শাহবাজ শরীফ

|

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

দায়িত্ব নেয়ার প্রথম দিনই সরকারি অফিসের দু’দিনের সাপ্তাহিক ছুটি একদিন কমানো ও অফিসের সময় পাল্টে দিয়েছেন পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খবর রেডিও পাকিস্তানের।

এক প্রতিবেদনে রেডিও পাকিস্তান জানিয়েছে, মঙ্গলবার (১২ এপ্রিল) দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন শাহবাজ শরীফ। প্রথম দিনই অফিসে উপস্থিত হন সকাল ৮টায় এবং সকাল ১০টায় অফিসিয়াল কার্যক্রম শুরুর পুরোনো নিয়ম বাতিল করে তা সকাল ৮টায় নির্ধারণ করেন। এছাড়া সরকারী চাকুরিজীবীদের সাপ্তাহিক ছুটিও একদিন কমিয়েছেন নতুন এ পাকিস্তানি প্রধানমন্ত্রী।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সঙ্কটে জর্জরিত পাকিস্তানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতেই এ পদক্ষেপ নিয়েছেন তিনি। বলা হয়, সরকারি অফিসের এ সময়সূচি সদ্য ক্ষমতাচ্যুত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলেই নির্ধারণ করা হয়েছিল।

অফিসের কর্মীদের সাথে আলাপকালে শেহবাজ শরীফ বলেন, আমরা গণমানুষের সেবা করতেই ক্ষমতায় এসেছি। নষ্ট করার মতো এক মুহূর্ত সময়ও আমাদের হাতে নেই। জনগণকে নিরলস সেবা দেয়া, সততা, স্বচ্ছতা ও কঠোর পরিশ্রমই আমাদের নীতি।

প্রসঙ্গত, সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেহবাজ শরীফ। এর আগে, ৯ এপ্রিল নানা নাটকীয়তা ও দেশটির সংস‌দে মধ্যরা‌তের অনাস্থা ভো‌টে হে‌রে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারা‌ন ইমরান খান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply