স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের বাসাইলে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ঘর থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার (৩০) নথখোলা উত্তর পাড়ার সৌদি প্রবাসী ময়নাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় নিহতের শ্বশুর জোয়াহের আলী বাদী হয়ে প্রতিবেশী ওয়াসিমকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের স্বজনরা জানান, লিমা তার চার বছরের শিশুপুত্রকে নিয়ে ঘরে একাই থাকতেন। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তিনি ঘুমোতে যান। এরপর মধ্যরাতে হঠাৎ লিমার আত্মচিৎকারে তার শ্বশুর জোয়াহের এগিয়ে আসেন। এ সময় জোয়াহের প্রতিবেশী ওয়াসিমকে দ্রুত ঘর থেকে বের হয়ে যেতে দেখেন। পরে জোয়াহের ঘরে ঢুকে লিমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
পরে প্রতিবেশীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যপারে বুধবার দুপুরে প্রতিবেশী ওয়াসিমকে আসামি করে নিহতের শ্বশুর জোয়াহের আলী একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওয়াসিম পলাতক রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও বোঝা যাচ্ছে না।
এটিএম/
Leave a reply