ডায়রিয়ার প্রকোপ মোকাবেলায় রাজধানীর ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দেবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
বুধবার (১৩ এপ্রিল) সকালে দেশে চলমান ডায়রিয়া সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, অন্তঃসত্ত্বা নারী ছাড়া এক বছরের ঊর্ধ্বে সব বয়সের মানুষকে এ টিকা দেয়া হবে।
ডা. নাজমুল আরও জানান, দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেয়া হবে মে মাসে। দ্বিতীয় ডোজ দেয়া হবে জুন মাসে। সব মিলিয়ে ২৩ লাখ ডোজ টিকা দেয়া হবে। তিনি বলেন, প্রথম ধাপে রাজধানীর যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ এই পাঁচটি এলাকায় টিকা কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও পড়ুন: নির্বিঘ্নে বাংলা নববর্ষ উদযাপন নিশ্চিতে একযোগে কাজ করছে সব বাহিনী: র্যাব মহাপরিচালক
এম ই/
Leave a reply