মাঠ উন্মুক্ত না থাকায় এ বছরও হচ্ছে না চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা

|

সংবাদ সম্মেলনে ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সদস্যরা।

স্টাফ করেসপনডেন্ট, চট্টগ্রাম:

ঐতিহাসিক লালদীঘির মাঠ উন্মুক্ত না থাকায় এ বছরও হচ্ছেনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা। জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলাসহ চট্টগ্রামের মানুষের কাছে সব ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ফিরিয়ে আনতে লালদীঘির মাঠ দ্রুত উন্মুক্ত করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একদিকে রোজা অন্যদিকে লালদিঘীর মাঠ উন্মুক্ত না থাকায় এ বছরও জব্বারের বলি খেলা ও মেলা স্থগিত করা হয়েছে। করোনা মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালেও মেলা ও বলি খেলা স্থগিত করা হয়েছিল।

বিগত ১১০ বছর ধরে এই বলি খেলা লালদীঘির মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রাম শহরে এই বলীখেলার প্রচলন হয় ১৯০৯ সালে । এই বলীখেলা উপলক্ষে কয়েকদিন ধরে চলে মেলা, যা কালক্রমে পরিণত হয় প্রাণের উৎসবে।

বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত আবদুল জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলাসহ চট্টগ্রামের মানুষের কাছে সব ধরনের অনুষ্ঠান পুনরায় ফিরিয়ে আনতে এই লালদীঘির মাঠ দ্রুত উন্মুক্ত করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

এদিকে এবারও বলি খেলা না হওয়ায় হতাশা প্রকাশ করেন চট্টগ্রামবাসী। লালদিঘী মাঠে না হলেও সিআরবি, পলো গ্রাউন্ড কিংবা অন্য কোনো উন্মুক্ত স্থানে বলিখেলা আয়োজনের দাবি তাদের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply