আজ মহান মে দিবস। বিশ্বের সব দেশেই দিনটি যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বসহকারে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের ১ মে ৮ ঘণ্টা শ্রম অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন এবং যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে পুলিশের গুলিতে নিহত হন কর্ম উদ্যমী ১১ শ্রমিক।
সেই থেকে বিশ্বের সব দেশে দিনটিকে শ্রমিক স্বার্থ সংরক্ষণের দাবিতে ১ মে অতি মর্যাদার সঙ্গে পালিত হয়। নেয়া হয় নানা কর্মসূচি। প্রতিবছরের নেয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অতি গুরুত্বসহকারে পালিত হয়ে আসছে দিনটি।
এ বছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- ‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই।’ সরকারিভাবে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply