১৮৩ দিন পর পৃথিবীতে ফিরলেন চীনের তিন নভোচারী

|

তিন চীনা মহাকাশচারী ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং।

চীনের সবচেয়ে দীর্ঘ মহাকাশ মিশন শেষে ১৮৩ দিন পর পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী। শনিবার উত্তর চীনে অবতরণ করেন তারা। খবর এএফপির। ১

শনিবার (১৬ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, সেনজাও-১৩ নামের নভোযানে তিন নভোচারী পাঠিয়েছিল চীন, যা মঙ্গলে একটি রোভারের সফল অবতরণ ও চাঁদে একটি অনুসন্ধানকারী রোবট পাঠানোর পর মহাকাশ থেকে ফিরে আসে।

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে মহাকাশে অন্যতম ক্ষমতাধর একটি শক্তি হয়ে উঠতে বেইজিং যে চেষ্টা চালাচ্ছে, তার সর্বশেষ মিশনের অংশ হিসেবে তিন নভোচারীকে মহাকাশে পাঠিয়েছিল চীন।

তিন নভোচারীর মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তারা হলেন ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে তিয়ানে মডিউলে ১৮৩ দিন থাকার পর শনিবার সকাল ১০টার কিছুক্ষণ আগে ছোট একটি মহাকাশযানে পৃথিবীতে অবতরণ করেন তারা। ওয়াং ও তার সহকর্মী ঝাই ছয় ঘণ্টার প্রচেষ্টায় মহাকাশ স্টেশনের সরঞ্জাম স্থাপন করার পর গত নভেম্বরে প্রথম চীনা নারী হিসেবে ওয়াংইয়াপিং মহাকাশে হাঁটেন। এ তিন নভোচারী দুইবার মহাকাশে হেঁটে কিছু বৈজ্ঞানিক পরীক্ষা চালান।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, সেনজাও-১৩-এর পৃথিবীতে ফেরার যানটি সফলভাবে অবতরণ করেছে।

২০২১ সালের অক্টোবরে এ তিন চীনা নভোচারী চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে রওনা করেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply