বন্ধুর বাসায় যাওয়ার পথে স্টার শাহিনের কবলে পড়ে নির্যাতনের শিকার যুবক

|

কুমিল্লা ব্যুরো:

বন্ধুর বাসায় বেড়ানোর উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা যাচ্ছিলেন রমজান আলী। তবে সেখানে পৌঁছানোর আগেই পূর্বপরিচিত স্টার শাহিনের সাথে দেখা হয় রমজানের। পরে রমজানকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন ও পরে ইমোতে পরিবারকে ভিডিও কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

শনিবার (১৬ এপ্রিল) বিকালে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। নির্যাতনের শিকার রমজান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার একরামপুরের মো. হারুন মিয়ার ছেলে।

সেখানে উল্লেখ করা হয়, গত ১১ এপ্রিল বন্ধু রাকিবের বাসায় বেড়ানোর উদ্দেশে কুমিল্লার সীমান্ত এলাকা বিবির বাজারে রওনা হয় রমজান। পথিমধ্যেই দেখা হয় পূর্ব পরিচিত স্টার শাহিন নামের এক যুবকের সাথে। পরে একসঙ্গে ইফতারের করবে বলে রমজানকে আটকে রাখে শাহিন। ইফতার শেষে রমজান নারায়ণগঞ্জে ফিরতে চাইলে স্টার শাহিন ও তার সহযোগীরা রমজানকে রাতে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায় ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যা করার ভয় দেখায়। এ সময় মোবাইলে ইমোর মাধ্যমে ভিডিও কল করে রমজানের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় ১২ এপ্রিল কুমিল্লায় র‍্যাব-১১ এর নিকট রমজানের স্ত্রী লিজা বেগম লিখিত অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৫ এপ্রিল সদর উপজেলার বিবির বাজার এলাকায় অভিযান চালিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অপহৃত রমজানকে উদ্ধার করা হয়। এ সময় মো. মোতাহার হোসেন, মো. দেলোয়ার হোসেন ও মো. সায়মন নামের অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী স্টার শাহিন, রুবেল ও জাকির নামে আরও তিন অপহরণকারী পালিয়ে যায়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply