ডলার সংকট চরমে

|

রফতানির তুলনায় আমদানি বেশি হওয়ায় চরম আকার ধারণ করেছে ডলার সংকট। এমন পরিস্থিতিতে ঋণপত্রের দায় পরিশোধ নিয়েও চাপে পড়ছে অনেক ব্যাংক। যোগান বাড়িয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকাররা বলছেন, বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধি ও আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় কিছুটা সংকট দেখা দিয়েছে।

করোনা সংকট কেটে যাওয়ার পর থেকেই বাড়ছে আমদানির পরিমাণ। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে আমদানি হয়েছে প্রায় ৫৫ বিলিয়ন ডলারের পণ্য। প্রতি মাসে আমদানি বাবদ ব্যয় হচ্ছে প্রায় পৌনে ৭ বিলিয়ন ডলার। গত অর্থবছরে এর পরিমাণ ছিল সাড়ে ৪ বিলিয়ন ডলারের কিছু বেশি। আমদানির সাথে সঙ্গতি রেখে বাড়েনি রফতানি। ফলে বড় হচ্ছে বাণিজ্য ঘাটতি।

প্রথম ৮ মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২২ বিলিয়ন ডলারের ওপরে। আর এতে তীব্র হচ্ছে ডলার সংকট। সরকারের চলতি হিসাবে, গতবছর উদ্বৃত্ত থাকলেও, গেল ৮ মাসে ঘাটতি ১২শ ৮৩ কোটি ডলারের বেশি। সামনের দিনে সংকট আরও বাড়তে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে, ডলার সংকটের বিষয়টি পর্যবেক্ষণ করছেন তারা। বাড়ানো হচ্ছে যোগান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply