রমজানে প্রকাশ্যে ধুমপানের প্রতিবাদ করায় ইউপি মেম্বার লাঞ্ছিত, আহত ১

|

রমজানে প্রকাশ্যে ধূমপানের প্রতিবাদ করতে গিয়ে আহত হন মো. ইস্রাফিল ফকির (৩২)।

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় রমজানে রোজাদারদের সামনে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় ইউপি মেম্বারকে লাঞ্ছিত ও সঙ্গে থাকা তার ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন এক মাছ ব্যবসায়ী। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী মাছ ব্যবসায়ী হানিফ শেখকে (৩৫) ধরে পুলিশে সোপর্দ করেছেন। এদিকে আহত মেম্বারের ভাই মো. ইস্রাফিল ফকিরকে (৩২) মোংলা উপজেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত হানিফ শেখকে মোংলা পুলিশ আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোংলা থানার এসআই অমিত কুমার বিশ্বাস জানান, রোববার (১৭ এপ্রিল) ইফতারের আগে কেয়াবুনিয়া গ্রামের একটি দোকানের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে রোজাদারদের সামনে সিগারেট খাচ্ছিলেন পোনা মাছ ব্যবসায়ী হানিফ শেখ। এ সময় সেখানে উপস্থিত ইউপি মেম্বার মো. ইশারাত ফকির (৪২) তাকে রমজানের পবিত্রতা রক্ষায় প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করেন। নিষেধ করায় হানিফ বাকবিতণ্ডায় জড়িয়ে মেম্বার ইশারাতকে লাঞ্ছিত করার এক পর্যায়ে নৌকার বৈঠা দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় মেম্বার ইশারাত সরে গেলে মেম্বারের ছোট ভাই মো. ইস্রাফিল ফকিরের (৩২)
মাথায় বৈঠার আঘাত লাগে।এতে গুরুতর আহত হন ইস্রাফিল। আহত ইস্রাফিলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী হানিফকে আটক করে পুলিশে দেয়। রাতেই ইউপি মেম্বার ইশারাত বাদী হয়ে মাছ ব্যবসায়ী হানিফকে আসামি করে মোংলা থানায় মামলা দায়ের করেন। সোমবার সকালে পুলিশ হানিফকে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। হানিফ শেখ মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply