পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৪৭ জনের প্রাণহানি

|

পাকিস্তানের বিমান হামলার প্রতিবাদে আফগানিস্তানের খোস্ত প্রদেশের রাস্তায় মানুষের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪৭ জনে। গত শনিবার (১৬ এপ্রিল) দু’দেশের সীমান্ত ডুরান্ড লাইনের পাশেই চালানো হয় এই হামলা। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।

আফগান সীমান্তে চালানো এই হামলার লক্ষ্য ছিল খোস্ত ও কুনার প্রদেশ। নিহতদের মধ্যে ৪১ জনই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। যার বেশিরভাগই নারী ও শিশু, এমনটা নিশ্চিত করেন খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি দফতরের পরিচালক শাবির আহমেদ ওসমানি। তিনি বলেন, নিহত ৪১ জন বেসামরিকের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া খোস্ত প্রদেশের কাছে ডুরান্ড লাইনে চালানো পাকিস্তানের বিমান হামলায় আহত হয়েছেন আরও ২২ জন।

ছবি: সংগৃহীত

অন্যদিকে, কুনার প্রদেশের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেন, হামলায় প্রাণ গেছে ছয় জনের। পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে মেলেনি অভিযানের আনুষ্ঠানিক বক্তব্য। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নেয়া উচিত তালেবান সরকারের, এমনটি বলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: কোরআন পোড়ানোকে কেন্দ্র করে সংঘাতে উত্তাল সুইডেন, গ্রেফতার ১৭

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply