মিয়ানমারের গণতন্ত্রকামী জনতাকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন দেশটির কারাবন্দি নেত্রী অং সান সু চি। খবর রয়টার্সের। সু চি’র বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সোমবার (১৮ এপ্রিল) মার্কিন বার্তাসংস্থাটি এ তথ্য প্রকাশ করেছে।
সু চি এক বছরেরও বেশি সময় ধরে কারা অন্তরীণ রয়েছেন। রয়টার্সকে ওই ব্যক্তি বলেন, ‘দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অং সান সু চি। তিনি বলেছেন, প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যকে সম্মান করা ও ধৈর্য্যের সঙ্গে নিজেদের মধ্যে আলোচনা করা উচিত।’
২০২০ সালের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। ১ ফেব্রুয়ারি রাতেই জান্তা বাহিনীর হাতে গ্রেফতার হন সু চি। এছাড়া তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েক হাজার নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সুচির বিরুদ্ধে কয়েকটি মামলা করছে জান্তা সরকার। মিয়ানমারের নেইপিদোতে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত একটি আদালতে এসব মামলার বিচার চলছে।
/এমএন
Leave a reply