তিন ঘণ্টা পর থেমেছে নিউমার্কেট এলাকার সংঘর্ষ

|

প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর নিউমার্কেট এলাকার পরিস্থিতি। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে পুলিশ। তবে কলেজের ভেতরে বিক্ষোভ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। পাশাপাশি আশেপাশের বিভিন্ন স্থানেও লাঠিসোটা হাতে সংঘবদ্ধ অবস্থানে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের একাংশের দাবি, পুলিশ তাদের ওপর গুলি ছুড়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের।

অন্যদিকে, পার্শ্ববর্তী নুরজাহান ও ধানমন্ডি হকার্স মার্কেটের ভেতরে অবস্থান করছেন ব্যবসায়ীরা। সেখানে কয়েকটি মোটসাইকেল পোড়ানোর ঘটনা ঘটেছে। নিউমার্কেট এলাকাজুড়ে বন্ধ আছে যান চলাচল।

বিক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ, প্রায়ই এ ধরনের ঘটনা ঘটান ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সংঘর্ষ থামাতে গিয়ে পুুুলিশের অনেক সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশিদ। তিনি জানান, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।

সংঘর্ষের ঘটনায় মোশাররফ হাজারি ও রজব রায়হান নামের দুই ঢাকা কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এর সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষ থামাতে ২০-২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। সেখানে দুই দোকান মালিকের বিতণ্ডায় একজনের পক্ষ নেয়ায় মারধরের শিকার হন তারা। এর জেরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply