মৃত্যুকূপে পরিণত হয়েছে ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। প্রাণ বাঁচাতে যে যেভাবে পারছেন বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছেন। সেখানকার বাসিন্দারা বলছেন, টানা গোলাবর্ষণ করে গুঁড়িয়ে দেয়া হয়েছে শতশত বসতবাড়ি।
সংবাদ সংস্থা রয়টার্স বলছে, গোটা নগরীর যেদিকে চোখ যায় শুধু সারি সারি মরদেহ। ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব মরদেহের সন্ধানেও আসছে না কেউ। যারা বেঁচে আছেন প্রাণভয়ে ছুঁটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। মারিওপোলের বাসিন্দারা বলছেন, গোলার আঘাতে বিধ্বস্ত নগরীর মাইলের পর মাইল এলাকা।
পরিবার পরিজন নিয়ে অনেকে আগেভাগেই আশ্রয় নিয়েছেন বাঙ্কারে। সেখানেও দেখা দিয়েছে তীব্র খাবার সংকট। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি জানা নেই কারও। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৪ সালে যে কৌশলে ক্রাইমিয়া দখলে নিয়েছিলো রাশিয়া, এবারও একই পথে হাঁটছে তারা। যুদ্ধে সফলতা দেখাতে যে কোনো মূল্যে অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখতে চায় পুতিন সরকার।
এদিকে রাশিয়ার দাবি, শুধু মারিওপোলেই ইউক্রেনের চার হাজারের বেশি সেনা নিহত হয়েছে। তবে আড়াই থেকে তিন হাজার সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে কিয়েভ।
/এডব্লিউ
Leave a reply