দুগ্ধ উৎপাদন বাড়াতে ১৫৭ কোটির প্রকল্প অনুমোদন একনেকে

|

দেশে দুগ্ধ উৎপাদন বাড়াতে চায় সরকার। এ জন্য ৫০ উপজেলায় গঠন হবে ১০০টি সমবায় সমিতি। এ সংক্রান্ত ১৫৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ৪ হাজার ৫৪১ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

পরিকল্পনা কমিশন জানায়, সমবায়ের সদস্যদের মাঝে ১০ হাজার ৬০০টি উন্নত জাতের গাভী বিতরণ করা হবে। একই সাথে উন্নত প্রশিক্ষণ পাবেন খামারিরা। এভাবে তৈরি হবে ৫ হাজার নতুন উদ্যোক্তা। একই সঙ্গে প্রকল্পটির মাধ্যমে পাঁচটি বকনা উন্নয়ন কেন্দ্র এবং ডাটাবেজ ও ফিনান্সিয়াল সফ্টওয়্যার তৈরি করা হবে। এর বাইরে ময়মনসিংহ সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply