চিনির দরে আগুন, ফায়দা লুটছে অসাধু ব্যবসায়ীরা

|

খোলা চিনি। ফাইল ছবি।

রোজার মধ্যে অস্থির চিনির বাজার। বাড়তি চাহিদার সুযোগ কাজে লাগিয়ে বাড়িয়ে দেয়া হয়েছে দাম। মুনাফা লুটে নিচ্ছেন অনেক ব্যবসায়ী। দোকানিদের অভিযোগ, দাম বাড়ানো হয়েছে আমদানি ও পাইকারি পর্যায়ে। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও তাদের কোনো কিছুই করার নেই। আর ক্রেতারা বলছেন, তদারকি না বাড়লে বাজার স্বাভাবিক হবে না।

রোজা শুরুর সময় চিনির কেজিতে দাম ছাড়িয়েছে ৮০ টাকা। মাসখানেক আগেও ৭০ টাকায় মিলতো এক কেজি চিনি। রাজধানীতে খোলা চিনি বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা আর প্যাকেট জাত চিনি বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৬ টাকা। ক্রেতারা বলছেন, বাড়তি মুনাফা লুটে নিচ্ছে এক শ্রেণির অসধু ব্যবসায়ী।

পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছে না চিনির দাম। অথচ এবার চিনি আমদানি হয়েছে প্রায় সাড়ে চার লাখ টন, যা আগের অর্থ বছরের তুলনায় দ্বিগুণ। পাইকারি পর্য়ায়ে বাড়তি দরের দোহাই দিচ্ছেন খুচরা বিক্রেতারা।

রোজার মাসে চিনির চাহিদা ৩ লাখ টন ছাড়িয়ে যায়। বছরে মোট চাহিদা ১৮ লাখ টন। চাহিদার সাত শতাংশের যোগান আসে সরকারি মিল থেকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply