রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর নওহাটায় আমান কোল্ড স্টোরেজে কৃষকদের রাখা প্রায় ২০ কোটি টাকা মুল্যের ১ লাখ ৬৫ হাজার বস্তা আলু পঁচে গেছে। এ ঘটনায় বিপাকে পড়েছেন শত শত কৃষক। তাদের অভিযোগ কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ঘটেছে এমনটি।
কৃষকরা জানান, বুধবার (২০ এপ্রিল) দুপুরে স্টোরেজের ভেতর আলু রক্ষণাবেক্ষণ করতে গেলে আলুর পচনের বিষয়টি তাদের নজরে আসে। পরে কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি স্বীকার করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, স্টোরেজের তাপমাত্রা যেমন থাকার কথা ছিল তা বাস্তবে ছিল না। একই সাথে ধারণ ক্ষমতার চেয়ে বেশি আলু সেখানে রাখা হয়েছিল বলে অভিযোগ তাদের। এই দুই কারণে আলু পঁচে নষ্ট হয়েছে, ছড়িয়েছে দুর্গন্ধ।
কৃষকদের দাবি, ব্যাংক লোন ও বিভিন্ন এনজিও থেকে কিস্তি নিয়ে আলুর চাষাবাদ করেছিলেন তারা।মুনাফা লাভের আশায় আলু সংরক্ষণের জন্য রেখে তা নষ্ট হওয়ায় শত শত পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলে জানান কৃষকরা।
এ ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।কর্তৃপক্ষ কৃষকদের সাথে কথা বলে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
/এসএইচ
Leave a reply