নগর পরিকল্পনাবিদদের মত: রাজধানী থেকে বাস টার্মিনাল সরানোর পরিকল্পনা সুফল বয়ে আনবে না

|

যানজট নিরসনে রাজধানীর তিনটি বাস টার্মিনাল সরানোর পরিকল্পনা সুফল বয়ে আনবে না। বরং সারা দেশ থেকে যেসব যাত্রীরা আসবেন, ঢাকায় প্রবেশে তারা বিড়ম্বনায় পড়বেন বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদরা।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট আয়োজিত এক অনলাইন সংলাপে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, ঢাকার যানজট নিরসনে শুধুমাত্র মেগা প্রকল্প নিলেই হবে না। বরং গণপরিবহনে বাড়ানো এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তবেই যানজট নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি নতুন সড়ক তৈরির পরিকল্পনা এবং বর্তমানে থাকা পুরো সড়ক ব্যবহার উপযোগী করার ওপর জোর দেয়ার আহ্বান জানান তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply