ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ: পুলিশের মামলার প্রধান আসামি বিএনপি নেতা মকবুল গ্রেফতার

|

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এক নম্বর আসামি বিএনপির নিউমার্কেট থানার সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান এ কে এম হাফিজ আক্তার যমুনা টেলিভিশনকে জানান, তার নামে মামলা আছে। আমারা তাকে গ্রেফতার করেছি। মকবুল হোসেনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা৷

উল্লেখ্য, নিউমার্কেট ও ঢাকা কলেজ সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা দুই মামলায় এজাহারভুক্ত আসামির প্রায় সবাই বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এখন পর্যন্ত চার মামলায় মোট আসামি ১৬শ’র বেশি। পুলিশ প্রধান বলেছেন, ঘটনা তদন্ত করেই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টানা আড়াই দিনের এ সহিংসতায় জ্বালাও-পোড়াও, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দু্ইটি মামলা করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তাতে ২৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে প্রায় ১২শ’ জনকে। এছাড়া দুইটি হত্যা মামলা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply