মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, কেউ হতাহত হননি

|

মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে দুটি লঞ্চের আংশিক ক্ষয় ক্ষতি হলেও যাত্রীদের মধ্যে কেউ হতাহত হননি বলে জানিয়েন লঞ্চ কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট থেকে ডে সার্ভিস হিসেবে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এমভি টিপু-৬ নামের যাত্রীবাহী লঞ্চটি। গতকাল বৃহস্পতিবার লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ওই কোম্পানিরই এমভি টিপু-১২ নামের অপর একটি লঞ্চ একই রুটে চালু রাখা হয়। শুক্রবার সকাল ৮টার দিকে প্রায় ৪ শতাধিক যাত্রী নিয়ে এমভি টিপু-১২ বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী এমভি মিতালী-৪ নামক যাত্রীবাহী লঞ্চটি ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে টিপু-১২ কে সজোরে ধাক্কা দেয়। এতে করে দু’টি লঞ্চেরই কিছুটা ক্ষয় ক্ষতি হলেও দুই লঞ্চে থাকা প্রায় ৬ শতাধিক যাত্রীদের মধ্যে কেউই হতাহত হননি।

ঝড় শেষে দুটি লঞ্চই স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে পৌছেছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply