ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ আজ

|

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ আজ। রান অফে মুখোমুখি বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ও কট্টর ডানপন্থী মেরি ল্যু পেন। সোমবার সকাল নাগাদ প্রকাশ হতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ফল।

স্থানীয় সময় রোববার (২৪ এপ্রিল) সকাল ৮টায় শুরু হবে ভোট নেয়া, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্যারিসসহ কয়েকটি বড় শহরে ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। কানাডা ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফরাসিরা আগাম ভোট দিয়েছেন শনিবার।

রয়টার্সের খবর বলছে, ফ্রান্সে গত ২০ বছরে কোনো বর্তমান প্রেসিডেন্টের রান অফে জয়ের রেকর্ড নেই। তাই ম্যাকরন বিজয়ী হলে তৈরি করবেন রেকর্ড। আর ল্যু পেন বিজয়ী হলে নির্বাচিত হবেন প্রথম নারী প্রেসিডেন্ট। অবশ্য সামান্য ব্যবধানে ইমানুয়েল ম্যাকরনের জয়ের আভাস দিচ্ছে জরিপ। তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply