নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, শতাধিক নিহত

|

দক্ষিণ নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে ১০০ জনের বেশি মানুষ পুড়ে মারা যাওয়ার আশঙ্কা করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) একটি এনজিও এমন তথ্য জানিয়েছে। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, শুক্রবার গভীর রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ইয়ুথ ও পরিবেশগত অ্যাডভোকেসি সেন্টারের (ওয়াইইএসি) নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে বলেন, নাম পরিচয়বিহীন বেশ কিছু লাশ মাটিতে পড়ে রয়েছে এবং কিছু লাশ গাছের সাথে ঝুলতে দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, বিস্ফোরণে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যা আফ্রিকার সবচেয়ে বড় অশোধিত তেল উৎপাদনকারী নাইজেরিয়ায় সর্বশেষ ঘটনা।

অবৈধ তেল পরিশোধন নাইজেরিয়াতে একটি সাধারণ ব্যপার। সাধারণত তেল চোরেরা অপরিশোধিত চুরি করার জন্য পাইপলাইন ভাঙচুর করে কালোবাজারে বিক্রি করার জন্য পরিশোধন করে থাকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply