৩৩ হাজার পরিবারকে ঈদে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী

|

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাবেন দেড় লাখেরও বেশি মানুষ। ২৬ এপ্রিল প্রায় ৩৩ হাজার গৃহহীন-ভূমিহীন পরিবার পাচ্ছে ঘর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৩২,৯০৪টি গৃহহীন-ভূমিহীন দুস্থ পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করবেন। এ উপলক্ষ্যে রোববার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া সংবাদ সম্মেলনে বলেন, আরও প্রায় ৪৫ থেকে ৫০ হাজার ঘর নির্মাণ করতে পারলে দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না। খাস জমির পাশাপাশি সরকার নিজে জমি কিনে এসব ঘর নির্মাণ করে উপহার হিসেবে দিচ্ছে। এই প্রকল্প নির্মাণে প্রায় ৩ হাজার কোটি টাকার ৫ হাজার ৫শ’ একর জমি দখলমুক্ত করে ভূমিহীনদের জন্য ঠিকানা নির্মাণ করে দেয়া হয়েছে, যা পৃথিবীর অন্যতম এক নজির।

তিনি আরও জানান, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন: যেকোনো ভবনে আগুন নেভানোর ব্যবস্থা ও পর্যাপ্ত পানির উৎস থাকতেই হবে: প্রধানমন্ত্রী

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply