রাশিয়ার গোয়েন্দা বিমানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে ডেনমার্ক ও সুইডেন।
আলজাজিরার খবর বলছে, রাশিয়ার একটি গোয়েন্দা বিমান দুই দেশের আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ উঠেছে। এর পরই জবাবদিহিতার জন্য তলব করা হয় তাকে।
সুইডেন ও ডেনমার্কের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ড্যানিশ বাল্টিক দ্বীপ এলাকার আকাশসীমায় প্রবেশ করে রুশ বিমানটি। এরপরই সুইডেনে ঢোকে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তীব্র নিন্দা জানান ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি সুইডেন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার আবেদন করে। যা নিয়ে ক্ষোভ জানায় মস্কো।
/এডব্লিউ
Leave a reply