বলা চলে, রাজধানী ঢাকা এখন ফাঁকা। ঈদের ছুটিতে অধিকাংশ মানুষই ছুটেছেন গ্রামের বাড়িতে, কেউ এখনো পথে। করোনা সংক্রমনের ভয় নেই, তাই শঙ্কাহীন চলাচলে বেড়েছে আনন্দ।
এদিন ঢাকার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায়ও দেখা গেছে মানুষের দিগ্বিদিক ছুটোছুটি নেই, ব্যস্ততা নেই আগের মতো। একই অবস্থা বিজয় সরণী কিংবা অন্য এলাকাতেও।
ঢাকার একাধিক বাসিন্দা জানিয়েছেন, ঢাকা ফাঁকা হওয়ায় ভালোভাবে চলাফেরা করতে পারছেন তারা। ফাঁকা ঢাকার সৌন্দর্য উপভোগ করছেন বলেও জানায়।
মানুষ কম, যানবাহন কম, তাই অনেক আগেই গন্তব্যে পৌঁছাতে পারছেন চালক-যাত্রীরা। ঘনবসতি পূর্ণ এ নগরীর বেশিরভাগ ভাড়াটিয়া গ্রামে ফিরেছে, তাই ভিড় নেই নগরে। তবে বড় বিপনীবিতান আর ফুটপাত ঘিরে কিছুটা জটলা আছে, শেষ সময়ের কেনাকাটায়।
রাজধানীর জুড়ে মানুষের চলাফেরা কম থাকায় কিছুটা স্বস্তিতে ট্রাফিক পুলিশও। সোমবার ঢাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে, তাই তারা সহজে কাজ করতে পারছেন।
ঈদের ছুটি কাটাতে ঢাকা ছেড়ে মফস্বল, জেলা শহরমুখী সাধারণ মানুষ। তাই ঢাকার বাসিন্দারা কদিন সুযোগ পাবেন ফাঁকা ঢাকার অন্যরকম সৌন্দর্য উপভোগের।
/এমএন
Leave a reply