ঘুরে-বেড়িয়ে ঈদের আনন্দ উপভোগ করেছেন রাজধানীবাসী

|

পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘুরে বেড়িয়েছেন রাজধানীবাসী। মঙ্গলবার (৩ মে) দুপুরের পর থেকেই ঢাকা চিড়িয়াখানা, হাতিরঝিলসহ বিনোদনকেন্দ্রগুলো সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠে। বাবা-মার হাত ধরে ছোট্ট শিশুরা ঘুরে বেড়ায় চিড়িয়াখানায়। সেখান বাঘ, সিংহসহ আরও অনেক পশু-পাখি দেখে আনন্দে মেতে উঠে তারা।

এছাড়া ফাঁকা ঢাকার সৌন্দর্য যাদের বেশি টানছে, বের হয়েছেন তারাও। নগরীর হাতিরঝিল, সংসদভবন এলাকাসহ বিভিন্ন স্থানে পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করেছেন তারা।

রাজধানীর অনেক বাসিন্দা আনন্দ-সময় কাটাতে ছুটে আসেন যমুনা ফিউচার পার্কেও। ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিতে যমুনা ফিউচার পার্কের তরফেও ছিল নানা আয়োজন। অন্যান্য শপিং আউটলেট বন্ধ থাকলেও খোলা ছিল ফুড কোর্ট, ব্লকবাস্টার সিনেমাস ও ফিউচার ওয়ার্ল্ড। ফিউচার ওয়ার্ল্ড ছিল শিশুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তাদের মাতিয়ে রাখতে নতুন নতুন গেম ও রাইড সংযোজন করেছে কর্তৃপক্ষ। আগতদের অনেকে ভিড় জমান ব্লকবাস্টার সিনেমাসে। নতুন মুক্তি পাওয়া হলিউড সিনেমার সঙ্গে ঈদ উপলক্ষ্যে মুক্তি পাওয়া দেশি সিনেমা তাদের ঈদের বিকেলকে আরও জমিয়ে তোলে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply