ঢাকার বাইরে রাজশাহীতে গড়ে উঠছে চলচ্চিত্রের নতুন বিপ্লব

|

শাটিকাপ ওয়েব সিরিজের একটি দৃশ্য।

হালে বাংলা ওটিটি প্লাটফর্মে রাজশাহীতে নির্মিত একটি ওয়েবসিরিজ ‘শাটিকাপ’ দারুণভাবে আলোচিত হয়েছে দেশে ও বিদেশে। বাংলা কল্পচিত্রে নতুন ধারার সম্ভাবনা তৈরি করা এই ওয়েবসিরিজ নির্মাণের পেছনের অনেক গল্পও অনেকেই জেনে গেছেন এরইমধ্যে। তবে এটি যে কেবল বিচ্ছিন্ন একটি নির্মাণ নয়, বরং রাজশাহী অঞ্চলের অন্তত দেড় দশকের চলচ্চিত্র সংসদ ও নির্মাণচর্চার ধারাবাহিকতার ফসল, তা জানেন না অনেকেই।

নতুন বছরের শুরুতেই হঠাৎ আলোচনায় উঠে আসে ‘শাটিকাপ’। বাংলা ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া সিরিজটি প্রশংসিত হয় দেশ-বিদেশে। পর্দায় বাংলাভাষায় গল্প বুননের একটি ভিন্ন মাত্রার সম্ভাবনা জাগানো সিরিজটি ব্যবসায়িকভাবেও সফল হয়। বিশ্ব পরিসরে শাটিকাপ হঠাৎ উঠে এলেও রাজশাহীতে নির্মিত ওয়েবসিরিজের নির্মাতা থেকে শুরু করে পুরো দলটি একদিনে প্রস্তত হয়নি।

ঋত্বিক ঘটকের শহরে প্রায় দেড় দশক আগে জোরেশোরে শুরু হওয়া চলচ্চিত্র সংসদ আন্দোলন আজ অনেকটাই শক্তিশালী। একদশক আগে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য কমিউনিটি চলচ্চিত্র ‘প্রত্যাবর্তন’ দিয়ে এখানকার নির্মাতাদের দুঃসাহসী গল্পের শুরু।

প্রত্যাবর্তনের পরিচালক আহসান কবির লিটন সেই সময়ের স্মৃতিচারণ করে বলেন, ঢাকা কেন্দ্রীকতার বাইরে গিয়ে আমাদের এই রাজশাহী বেজ। তবে তখন তীব্রভাবেই মনে হয়েছিল, এটা সম্ভব।

রাজশাহীর এই চর্চা উৎসাহিত করেছে উত্তরবঙ্গের চলচ্চিত্রকর্মীদের। এখন প্রতি বছর এখানে অন্তত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। ফলে বাড়ছে নিয়মিত নির্মাণের সংখ্যা। এরই মধ্যে অনেক ফিল্ম জমা পড়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক শাহারিয়ার চয়ন।

ঢাকার বাইরে বসে ধারাবাহিকভাবে এমন কাজ করার কিছু সীমাবদ্ধতা থাকলেও এখানকার তরুণ নির্মাতারা এখন স্বপ্ন দেখছেন নতুন সময়ের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply