নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরের বাগবাড়ি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে ঝাঁপিয়ে পড়া নিখোঁজের চারদিন পর ডোবা থেকে বাবু নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মে) দুপুরে স্থানীয় মহসিন মিয়ার বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সে এলাকার শোভা মিয়ার ছেলে।
নিহতের পরিবারের ও এলাকাবাসীর অভিযোগ, পূর্ব বিরোধের জেরে স্থানীয় কাউন্সিলর আবুল কাউসার আশার কাছে বাবুর বিরুদ্ধে স্থানীয় এক নারী নালিশ জানান৷ সেখানে বিষয়টি সুরহা না হলে ওই নারী থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত রোববার রাত নয়টার দিকে বাবুকে ধরতে যায় পুলিশ। এ সময় নিহত বাবু পুলিশ দেখে ভয়ে বাড়ির পাশের ডোবা (পুকুরে) ঝাপ দেয়৷ পরে পুলিশ চলে গেলে নিখোঁজ থাকে সে। নিখোঁজের ৪ দিন পর ডোবা মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ অভিযোগকারী হাসিনা নামের নারীকে আটক করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে মারধর করে।
বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক সাহা জানান, অভিযুক্ত উপ-পরিদর্শক রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত নারীসহ দুই জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এটিএম/
Leave a reply