ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শত শত হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ধ্বংস করেছে এছাড়া তারা ক্যান্সার মোকাবেলার ওষুধসহ অস্ত্রোপচারের যাবতীয় সরঞ্জামও ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বৃহস্পতিবার (৫ মে) একটি দাতব্য চিকিৎসা সংস্থার সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, যুদ্ধের কেন্দ্রবিন্দু পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের অনেক জায়গায় অ্যান্টিবায়োটিক ওষুধের অভাব রয়েছে। আপনি যদি শুধু চিকিৎসা অবকাঠামো বিবেচনা করেন, এ পর্যন্ত রুশ সৈন্যরা হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড, বহির্বিভাগের ক্লিনিকসহ প্রায় ৪০০ স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানকে ধ্বংস বা ক্ষতিগ্রস্থ করেছে।
স্বাস্থ্যসেবার বিপর্যয়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে ওষুধ, ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন ও অস্ত্রোপচারের সরঞ্জামের অভাব রয়েছে। বিশেষ করে রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। অথচ ক্রেমলিন বলেছে যে তারা শুধুমাত্র সামরিক বা কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এটিএম/
Leave a reply