আজ মাঠে দেখা যাবে মোস্তাফিজকে?

|

এবারের আইপিএল খুব একটা ভালো যাচ্ছিলো না মুম্বাই ইন্ডিয়ানসের। তবে মাঝপথে এসে হঠাৎই জ্বলে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা ২ ম্যাচ জিতে শেষ চারে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে তারা।

প্লে-অফ খেলতে হলে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় ভিন্ন কোনো পথই খোলা নেই তাদের। ইডেন গার্ডেনসে রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

এ মুহূর্তে ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। আর সমানসংখ্যক ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে নাইটদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুম্বাই। কলকাতার মাঠে খেলা হলেও জয়ের পাল্লা যেন মুম্বাইয়ের দিকেই হেলে আছে। ইতিহাস বলছে, ঐতিহ্যবাহী মাঠটিতে ৮ বারের মুখোমুখিতে ৬ বারই জিতেছে তারা। তবে চুল পরিমাণ ছাড় দিতে চায় না দীনেশ কার্তিকরা। পরিসংখ্যানকে স্রেফ অংক মনে করছেন তারা। ফলে ম্যাচটিতে যে তুমুল লড়াই হবে তাতে কোনও সন্দেহ নেই!

এমন মহারণে দুই দলের একাদশেই অদলবদল ঘটতে পারে। মুম্বাই একাদশে ফিরতে পারেন শেষ কয়েক ম্যাচে ডাগআউটে বসে থাকা মোস্তাফিজুর রহমান। কলকাতার মাঠের কথা বিবেচনায় রেখে কাটার মাস্টারকে সেরা একাদশে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ছিটকে পড়তে পারেন ফর্মহীনতায় ভুগতে থাকা জেপি ডুমিনি। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ব্যাট হাতে মাত্র ৩৬ রান করেছেন এ প্রোটিয়া অলরাউন্ডার। প্রতি ম্যাচে হাত ঘোরালেও কোনো উইকেট পাননি। তবে মুম্বাই যদি উইনিং কম্বিনেশন ধরে রাখার কথা চিন্তা করে এ ম্যাচেও খেলা হবে না দ্য ফিজের।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিষান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), বেন কাটিং, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্দে, মিচেল ম্যাকক্লেনাঘান, জেপি ডুমিনি/মোস্তাফিজুর রহমান ও জসপ্রিত বুমরাহ।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, শুভমান গিল, নিতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রশিদ কৃষ্ণ/শিভাম মাভি ও মিচেল জনসন।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply