ভুলবশত ভারতে প্রবেশ; দেশে ফিরতে পারলেন সাড়ে ৩ বছর পর

|

আখাউড়া প্রতিনিধি:

অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। সাড়ে তিন বছর পর বৃহস্পতিবার (১২ মে) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।

সকাল থেকেই ত্রিপুরা সীমান্তের এপারে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করছিলেন স্বজনরা। অপেক্ষার প্রহর ভেঙে বেলা ঠিক ১১টা ৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বাংলাদেশি পাঁচজন নাগরিককে আখাউড়া-আগরতলা নোম্যান্সল্যান্ডে নিয়ে আসেন। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারের মাধ্যমে নিজ পরিবারের কাছে তাদের পাঁচজনকে তুলে দেয়া হয়।

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে- খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি উপজেলার বিল্লাল হোসেন, আলম মিয়া, দিদার হোসেন, আব্দুর রহিম ও মোহাম্মদ হোসাইন ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। পরে ভুলবশত রামগড় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে তারা ভারতীয় বিএসএফের হাতে আটক হন।

বিল্লালের ছোটভাই সানাউল্লাহ জানান, কাজের খোঁজে বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর রামগড় সীমান্ত ফাঁড়ি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে তাদের পরিবার জানতে পারে ওই পাঁচজনকে ভারতে বিএসএফ আটক করেছে। পরে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে তাদের দেশে ফেরত আনা হয়।

দীর্ঘদিন পর তাদের ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্বজনরা। ফেরত আসা ব্যক্তিরা প্রত্যেকেই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply