মেক্সিকোতে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পে এখন পর্যন্ত দু’শতাধিকের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী মেক্সিকো সিটিতে।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মেক্সিকোর মধ্যাঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প। এর কেন্দ্রস্থল ছিলো রাজধানী মেক্সিকো সিটি থেকে ৭৫ মাইল দুরে পুয়েবলা রাজ্যের রাবোসো শহরে। প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো একে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে জানিয়েছেন, রাজধানীর ২৭টি ভবন ধসে পড়েছে। যার নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ।ঘটনার পর থেকেই চলছে জোর উদ্ধার তৎপরতা। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ধাক্কায় ৩টি রাজ্যে অন্তত ৩৮ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঠিক ৩২ বছর আগে এদিন মেক্সিকোতে ভূমিকম্পের আঘাতে হাজারো মানুষের মৃত্যু হয়। মঙ্গলবার নানা আয়োজনে ওই দুর্যোগে নিহতদের স্মরণ করে মেক্সিকোবাসী। ভূমিকম্প প্রস্তুতি মহড়াতেও অংশ নেয় রাজধানীবাসি।
Leave a reply