খুচরা পর্যায়ে সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি টাকা দিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে অনেককে। কোনো কোনো দোকানি তেল কিনতে জুড়ে দিচ্ছেন অন্য পণ্য কেনার শর্তও। শর্ত সাপেক্ষে সংগ্রহ করতে হয় বলে, মহল্লাকেন্দ্রিক অনেক দোকানি ভোজ্যতেিই রাখছেন না। বিক্রেতারা মনে করছেন, বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে।
রমজানের শুরু থেকেই খুচরা বাজারে ভোজ্যতেলের সরবরাহ কমে যায়। চাহিদামতো সয়াবিন কিনতে পারেননি ক্রেতারা। এর মধ্যে ৫ মে মিল মালিকরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে মূল্য বাড়িয়ে দেন। এতেও সংকট কাটেনি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তেল জব্দ করা হচ্ছে। জরিমানাও করা হচ্ছে, কিন্ত খুচরা বাজারে এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি।
মহল্লার দোকানগুলোর অবস্থা আরও খারাপ। সয়াবিন তেল কিনতে দোকানে দোকানে ঘুরতে হচ্ছে অনেক ক্রেতাকে। অবশেষে ভোজ্যতেল মিললেও বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি পরিশোধ করতে হচ্ছে।
ভোজ্যতেলের বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
/এডব্লিউ
Leave a reply