খোলা বাজারে সেঞ্চুরি হাঁকিয়েছে ডলার

|

দেশের খোলা বাজারে ১০২ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে এক মার্কিন ডলার। মাত্র একদিনের ব্যবধানে ৪ টাকা বেড়ে খোলা বাজারে ডলারের দাম শতক ছাড়িয়েছে মঙ্গলবার (১৭ মে)।

এদিন রাজধানীর বিভিন্ন এলাকার মানি এক্সচেঞ্জে প্রতি ডলার সর্বোচ্চ ১০২ টাকায় বিক্রি হলেও পর্যাপ্ত ডলার সরবরাহ করতে পারছে না তারা। গতকাল সোমবারও রাজধানীতে প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৯৮ টাকা।

উল্লেখ্য, চাহিদা বৃদ্ধি ও সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক সোমবার মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমায়। প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল বাংলাদেশ ব্যাংক। গত ২৩ মার্চ তা আবার ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়। যা গত ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়ানো হয়। তাতে ১ ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সায়। সর্বশেষ ৯ মে ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply