নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের মামলায় ট্রাস্টি বোর্ডের ৪ সদস্যের আগাম জামিনের শুনানি হবে রোববার (২২ মে)। জামিন শুনানির জন্য আসামীপক্ষ সময় নিয়েছেন।
এর আগে, গতকাল বুধবার (১৮ মে) ৪ সদস্যের আগাম জামিন শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি করেন হাইকোর্ট। জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। এদিন দুদক ও অ্যাটর্নি জেনারেল অফিস এই আগাম জামিনের বিরোধিতা করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ৪ সদস্য হলেন মোহাম্মদ শাহজাহান, এম এ কাশেম, বেনজীর আহমেদ ও রেহানা রহমান।
তাদের বিরুদ্ধে অভিযোগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদনের মাধ্যমে ক্যাম্পাস উন্নয়নের নামে ৯০৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমির দাম ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।
/এমএন
Leave a reply