বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ আনন্দ ছড়িয়েছে সারাদেশে। ঐতিহাসিক সেই মুহূর্ত সরাসরি দেখেছেন চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ সব বিভাগ ও জেলা শহরের মানুষ।
দেশের ঐতিহাসিক এই ক্ষণকে উদযাপন করতে রাত থেকে রাজধানী ঢাকায় বড় মনিটরে নাসার লাইভ সম্প্রচার দেখানোর আয়োজন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর পরই উচ্ছ্বাস ছাড়ায় চট্টগ্রামের সার্কিট হাউজে। উল্লাসে ফেটে পড়েন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ দর্শনার্থীরা। আনন্দ ভেসেছে রাজশাহীর শিল্পকলা একাডেমিও। সফলভাবে স্যাটেলাইট উৎক্ষপণের সাক্ষী হতে পেরে গৌরববোধ করে উপস্থিত সবাই। করতালি দিয়ে বিজয়-ক্ষণ উদযাপন করেন তারা। একই চিত্র ছিল সিলেটেও। বড় পর্দায় স্যাটেলাইট উৎক্ষেপণ দেখতে ভিড় করেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। রাত বাড়ার সাথে বাড়তে থাকে দর্শনার্থীদের উপস্থিতি। উৎক্ষেপণের পর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কক্ষ পথে পৌঁছালে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন সবাই।
Leave a reply