ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য রাশিয়ার অর্থ প্রদান করা উচিত: জেলেনস্কি

|

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি।

ইউক্রেনে রুশ বাহিনী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেজন্য দেশটিকে আর্থিকভাবে দায়ী করা উচিত বলে মন্তব্য করেছেন ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (২০ মে) রাতে এক ভিডিও বার্তায় একথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

জেলেনস্কি বলেছেন- প্রতিটি বাড়ি, স্কুল, হাসপাতাল এবং ব্যবসা প্রতিষ্ঠান; যেগুলো রাশিয়া ধ্বংস করেছে তার জন্য দেশটির অর্থ প্রদান করা উচিত। এমন একটি আইনি ব্যবস্থা তৈরি করা উচিত, যার মাধ্যমে রাশিয়ার কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেকেই ক্ষতিপূরণ পেতে সক্ষম হবে।

জেলেনস্কি আরও বলেন, পূর্ব ডনবাসে রাশিয়ান আক্রমণ সবচেয়ে ভয়ঙ্কর ছিল। এছাড়া রাশিয়ান সৈন্যরা রুবিঝনে এবং ভলনোভাখা শহরগুলোকেও ধ্বংসস্তূপে পরিণত করেছে। যেমন ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছিল মারিওপোল এবং সেভেরোডোনেটস্ক শহরে।

আরও পড়ুন: ইউক্রেনকে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের এক আদেশের মাধ্যমে ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে রাজধানী কিয়েভ, মারিওপোল, খারকিভসহ বেশকিছু শহর। বেসামরিক নাগরিকসহ হতাহত হয়েছেন হাজার হাজার মানুষ। যুদ্ধের জেরে বিশ্বে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট।
জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply