এরদোগান বিরোধী সমাবেশে লাখো মানুষ

|

ছবি: সংগৃহীত

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বিরোধী সমাবেশে যোগ দিয়েছেন লাখো মানুষ। শনিবার (২১ মে) দেশটির প্রধান বিরোধী দল ‘রিপাবলিকান পিপলস পার্টি’র ডাকে ইস্তাম্বুলে হয় এই বিশাল জনসভা। খবর এপি নিউজের।

কর্মী-সমর্থকরা ছাড়াও এরদোগান বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। এ সময়, বিরোধী নেত্রী জিনান কাফতান-চোগুনের সমর্থনে মুখরিত ছিল গোটা এলাকা। ২০১৯ সালে, রাষ্ট্র ও প্রেসিডেন্ট বিরোধী মন্তব্যের জেরে তিনি গ্রেফতার হন। সেই সাথে, দেয়া হয় ৮ বছরের বেশি কারাদণ্ড। পরে অবশ্য কমানো হয় সেই সাজা।

বিশ্লেষকরা বলছেন, সমাবেশে উপচে পড়া ভিড় এরদোগানের প্রতি জনগনের অসন্তোষের বহিঃপ্রকাশ। কারণ, ২০১৬ সালে অভ্যুত্থান চেষ্টা নস্যাতের পর আদালত এবং রাষ্ট্রীয় কাঠামোগুলোকে চাপে রেখেছে এরদোগান প্রশাসন। তাছাড়া, অর্থনীতির অবনতি, বেকারত্বসহ নানা ইস্যুতে জনপ্রিয়তা হারাচ্ছেন ক্ষমতাসীনরা। ধারণা করা হচ্ছে, আগামী বছরের নির্বাচনেও পড়বে সেই প্রভাব।

আরও পড়ুন: ন্যাটোর সদস্যপ্রার্থী সুইডেন ও ফিনল্যান্ডের সাথে এরদোগানের বিশেষ ফোনালাপ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply