সড়ক দুর্ঘটনারোধে ১১১ দফা সুপারিশের সবগুলোই বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
আজ শনিবার (২৮ মে) সকালে শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নবম জাতীয় সম্মেলন তিনি এ কথা জানান। সম্মেলনে সড়ক দুর্ঘটনারোধে গঠিত টাস্কফোর্সের নিয়মিত সভায় দুর্ঘটনা প্রতিরোধে করা নানা সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শুধু আইন দিয়ে এটি প্রতিরোধ করা সম্ভব নয়। চালক, মালিকসহ সবাইকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে। একই সঙ্গে সবার আগে নিজেদের মানসিকতার পরিবর্তন না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা খুব কঠিন বলেও মন্তব্য করেন মন্ত্রী। ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্স ছাড়া চালকদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: উন্নয়নের নামে লুটপাট করছে সরকার: নুর
জেডআই/
Leave a reply