ইউক্রেনে সেনা এবং অস্ত্র দিয়ে সহায়তার জন্য এবার পোল্যান্ডকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরোভ। জানিয়েছেন, নির্দেশনা পেলে পোল্যান্ডেও হামলার জন্য তৈরি আছে তার সৈন্যরা। এছাড়াও জেলেনস্কি কোকেনে আসক্ত বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৭ মে) এমন খবর প্রকাশ করে ইয়াহু নিউজ।
এক ভিডিও বার্তায় কাদিরভ বলেছেন, ইউক্রেনে আমাদের লক্ষ্য তো পূরণ হয়ে গেছে, এখন পোল্যান্ডের পালা। যদি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশনা পাই, তাহলে মাত্র ৬ সেকেণ্ডের মধ্যেই দেখিয়ে দিবো কী পারি আমরা। এ পরিণতি বরণ করতে না চাইলে পোল্যান্ডের উচিত, ভাড়াটে সেনা এবং অস্ত্র ফিরিয়ে নিয়ে মস্কোর কাছে ক্ষমা চাওয়া।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার পর থেকেই ইউক্রেনকে নানাভাবে সাহায্য করে আসছে পোল্যান্ড। গত মাসে এক বৈঠকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছেন, এখন পর্যন্ত আমরা আমাদের পূর্বের প্রতিবেশী দেশ ইউক্রেনকে ১.৬ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম দিয়েছি। এসব সরঞ্জাম ইউক্রেন, পোল্যান্ড ও ইউরোপের সার্বভৌমত্ব রক্ষা করছে।
উল্লেখ্য, রাশিয়ার চেচনিয়া অঞ্চলে রমজান কাদিরভের একচ্ছত্র আধিপত্য। পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত তিনি। ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরুর পরপরই ইউক্রেনের বিপক্ষে চেচেন যোদ্ধাদের নিয়ে রাশিয়ার হয়ে লড়ার ঘোষণা দেন কাদিরভ। একসময় রুশ সেনাদের বিরুদ্ধে লড়লেও এখন তাই রাশিয়ার পক্ষেই যুদ্ধ করছেন তারা।
আরও পড়ুন: উত্তেজনার মধ্যেই তাইওয়ানের ক্ষেপণাস্ত্র মহড়া
জেডআই/
Leave a reply